গাজীপুরের কালীগঞ্জে ‘নারী অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।
শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সভাটি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম সভাটি পরিচালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন :
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম
উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্না
উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ওবায়দুর রহমান
উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূঁইয়া
ইএসডিও এনজিও প্রতিনিধি শামিউল ইসলাম
প্রশিক্ষণার্থী আফসানা আক্তার প্রমুখ।
নারীর উন্নয়নে করণীয় :
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থায় নারীদের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে নারীরা নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন। বক্তারা আরও বলেন—
মহিলা বা মেয়ে নয়, বরং নারী শব্দটি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে হবে।
বর্তমানে অনলাইন বিজনেস জনপ্রিয় হয়ে উঠছে, নারীদের এ খাতে আরও এগিয়ে আসতে হবে।
আত্মকর্মসংস্থান বৃদ্ধি পেলে নারীরা পরিবারের অভাব লাঘবে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ :
আলোচনা সভা শেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বিজনেস ম্যানেজমেন্ট, বিউটিশিয়ান ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া ১৫০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে মোট ১৪ লাখ ৫০ হাজার ২শ টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
এই আয়োজনের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি সামাজিকভাবে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা মনে করেন।