1. admin@protidinervor.com : admin :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

রাজউকের উচ্ছেদ অভিযান: অভিযোগকারী সন্দেহে হামলা, থানায় মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রাজধানীর মিরপুর পল্লবীর লালমাটিয়া এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধে রাজউক অভিযান চালানোর পরদিন অভিযোগকারী সন্দেহে হামলার শিকার হয়েছেন কাজী রুবেল নামের এক যুবক। এ ঘটনায় রুবেল পল্লবী থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রাজউক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, লালমাটিয়া এলাকার ১১ নম্বর সেক্টরের ই-ব্লকের একটি ছয়তলা ভবন আবাসিক অনুমোদন নিয়ে গড়ে উঠলেও সেখানে পোশাক কারখানা ও রাসায়নিক দ্রব্যের প্রিন্ট কারখানা পরিচালিত হচ্ছিল। ভবনটি নকশা পরিবর্তন করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল, যা ভবনটির বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ।

গত বৃহস্পতিবার রাজউক উচ্ছেদ অভিযান চালিয়ে ভবনের সামনের অংশ ভেঙে দেয় এবং নোটিশ দেয় ভবনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার। এর পরদিন কাজী রুবেলকে অভিযোগকারী সন্দেহে হামলা করা হয়।

আহত কাজী রুবেল জানান, “আমার নিজের বাড়ি নিয়ে রাজউকে অভিযোগ করার কোনো প্রশ্নই আসে না। আমার সৎমা মাফিয়া খাতুন ও তার সন্তানরা সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে এ হামলার পরিকল্পনা করেছেন।”

হামলার সময় সৎমা মাফিয়া খাতুন ও তার ছেলে আরমান লোহার রড দিয়ে রুবেলের মাথায় আঘাত করতে গেলে রুবেল হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতের আঙুল কেটে যায়। পাশাপাশি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রুবেলের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার আলমারি থেকে ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

রাজউকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ভবনটির নকশা লঙ্ঘন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং ছয়তলা ভবনকে সাততলা করা হয়েছিল, যা ইমারত নির্মাণ আইন-১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

রাজউক কর্মকর্তারা বলেছেন, “আমাদের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন ব্যবহার না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবন মালিকদের বারবার সতর্ক করা হলেও তারা নিয়ম মানছেন না। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।”

লালমাটিয়া এলাকায় এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাজউকের এই পদক্ষেপকে স্বাগত জানালেও ভবন মালিক পক্ষের বিরোধপূর্ণ আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025