কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে আটকে থাকা পরীক্ষাগুলো সশরীরে নেওয়ার জন্য তিনি প্রস্তুত।
রবিবার (৩০ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. এমরান কবির বলেন, “আমিও শিক্ষার্থীদের সঙ্গে একমত। আমরা আটকে থাকা পরীক্ষাগুলো গতবার যেমন নিয়েছিলাম, এবারও সেইভাবে নিতে চাই।”
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আটকে থাকা পরীক্ষাগুলো শুরু হয়েছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেগুলো বন্ধ হয়ে যায়।
২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষার্থীরা দাবি করেন, “শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছু স্বাভাবিক চলছে। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক।”
রবিবার আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। এর আগে তারা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে ভিসি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। তবে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে।”
এ আন্দোলন এবং ভিসির সমর্থন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকারের ওপর একটি কার্যকর বার্তা পৌঁছে দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।