1. admin@protidinervor.com : admin :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. ছাইফুল আলমসহ অন্যান্য কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে। আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) লিখিত বক্তব্যে বলেন, বর্তমান ডিজির অদক্ষতার সুযোগ নিয়ে কৃষি মন্ত্রণালয় নিয়মবহির্ভূতভাবে কর্মকর্তাদের বদলি করছে। এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, অধিদপ্তরের ডিজি এবং কিছু প্রকল্প পরিচালক সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

রেজাউল ইসলাম আরও বলেন, ডিএই’র অধীনে চলমান ২৯টি প্রকল্পের মধ্যে মাত্র ৯-১০টি প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক দেওয়া হয়েছে। বাকি প্রকল্পগুলোতে পুরনো কর্মকর্তারা বহাল রয়েছেন, যেখানে বিগত সময়ে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।

ডিএই’র উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের সাম্প্রতিক বদলির বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ কৃষিবিদদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে বদলি করা হয়।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যদের মধ্যে ড. শাফায়েত আহমেদ সিদ্দিক, হাসিবুল হাসান, বাসিরুল আলম, আরিফ মাহমুদ, কাজী শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটি বর্তমান ডিজি মো. ছাইফুল আলমসহ অন্যান্য অভিযুক্ত কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানায় এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025