1. admin@protidinervor.com : admin :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কয়রায় জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

তারুণ্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কয়রা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। শোভাযাত্রার মূল লক্ষ্য ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া এবং একটি ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠনের দৃঢ় সংকল্প তুলে ধরা।

শোভাযাত্রার সূচনা ও পরিক্রমা

শোভাযাত্রা শুরু হয় কয়রা উপজেলা সদরের মধুরমোড় থেকে। এটি কাটকাটা, বেদকাশি সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রা করে। জনসংযোগকালে সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করেন।

অতিথি ও সংগঠনের নেতৃত্ব

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব সভাপতিত্ব করেন। যৌথ সঞ্চালনায় ছিলেন আশিকুল ইসলাম জীবন ও ইমদাদুল হক টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈঃছাঃআঃ খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক মহরম হাসান মাহিম, যুগ্ম সদস্য সচিব শাহিন আলম, সহকারী মুখপাত্র হাফিজুল ইসলাম হাফিজ, এবং কার্যকরী সদস্য খায়রুল ইসলাম সুমন।

উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, সুলতান সালাউদ্দিন, সিনিয়র একটিভিস্ট দেব্রত দেবু, এবং রিয়াজ।

বক্তব্য ও বার্তা

জেলা যুগ্ম আহ্বায়ক মহরম হাসান মাহিম বলেন, “আমাদের লক্ষ্য শুধু কয়রা নয়, বরং সারা দেশে তারুণ্যকে জাগ্রত করে ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠন।”
তিনি স্থানীয় দুর্নীতি, সিন্ডিকেট ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব বলেন, “আমরা মাদকমুক্ত, বৈষম্যবিরোধী এবং সুষ্ঠু পরিবেশে জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে কাজ করছি। আজকের আয়োজন আমাদের আন্দোলনের প্রথম ধাপ।”

শোভাযাত্রা ও জনসংযোগ শেষে অংশগ্রহণকারীরা একত্রে আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের উদ্দেশ্য বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততার ওপর জোর দেয় এবং কয়রা উপজেলাকে ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025