1. admin@protidinervor.com : admin :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

ঘাটাইলে ব্রিজের কাজ ফেলে রেখে সাব-ঠিকাদার পলাতক, ভোগান্তিতে ৪১ গ্রামের মানুষ

সাগর আহমেদ, ঘাটাইল উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী-ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কের খাকুরিয়ার ব্রিজের নির্মাণকাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০২২ সালের ২০ মার্চ শেষ হওয়ার কথা ছিল, তবে আজও কাজ অসম্পূর্ণ। ফলে ৪১টি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্ট ভেঞ্চারকে ৪ কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪ টাকায় ব্রিজ নির্মাণের কাজ দেয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্থানীয় সাইফুল ইসলামকে সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়। অভিযোগ রয়েছে, তিনি কোনো বিকল্প সড়ক তৈরি না করেই পুরনো ব্রিজ ভেঙে ফেলেন, যার ফলে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, সাব-ঠিকাদার সাইফুল ইসলাম বছরে ১-২ মাস কাজ করে উধাও হয়ে যান। তার বিরুদ্ধে একাধিক চেক জালিয়াতির মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক থাকায় কাজ বন্ধ হয়ে গেছে।

 

অটোরিকশা চালক আসাদুল ও মিনিট্রাক চালক আব্দুর রশিদ বলেন, “প্রতিদিন কাদা-পানির রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাঁচ বছরেও ব্রিজের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে।”

 

এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

ক্ষতির শিকার ৪১টি গ্রাম :

 

ব্রিজটির অসম্পূর্ণতার ফলে ধলাপাড়া, দেওপাড়া, সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, শিবেরপাড়া, বাদেআমজানী, কালিয়ান, গান্ধী, রানাদহসহ ৪১টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।

দাবি ও পরবর্তী পদক্ষেপ :

ভুক্তভোগীরা দ্রুত ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা বলেন, “প্রতিশ্রুতি নয়, আমরা দ্রুত কাজ শেষ দেখতে চাই।”

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025