1. admin@protidinervor.com : admin :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যার ঘটনায় নাতনী ও তার স্বামী গ্রেফতার

দেলোয়ার হোসেন লাইফ,নাটোর
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় নাতিনী ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপনে ঢাকায় পালানোর সময় নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়। ফাউজিয়া নিহত মমতাজ বেগমের ভাসুরের ছেলে শাহিনুজ্জামানের কন্যা এবং ফাউজিয়ার দ্বিতীয় স্বামী মিনারুল একই উপজেলার মাঝগাঁও এলাকার ওহিদুল হকের ছেলে।

স্বর্নালংকারের লোভ এবং অনৈতিক জীবন যাপনের জন্য বকাঝকা করতেন নানী মমতাজ বেগম। এতে ক্ষুদ্ধ হয়ে গত ৫ অক্টোবর রাতে স্বামীকে সাথে নিয়ে বিদেশী টর্চ লাইট দিয়ে মাথা ও মুখমণ্ডলে উপর্যপরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে ফাউজিয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন তিনি।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, নিহতের তিন ভরি স্বর্ণালংকারের লোভ থেকেই এই হত্যাকান্ড সংঘটিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025