1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

আশুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার

হেলাল শেখ,আশুলিয়া
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫

ঢাকার আশুলিয়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. রাসেল (১৯) কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে যৌথভাবে র‌্যাব-৪, সিপিসি-২ এবং র‌্যাব-১০। অভিযুক্তকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকা থেকে আটক করা হয়।

ঘটনার বিবরণ

গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় অভিযুক্ত মো. রাসেল তার মামার বাড়িতে বেড়াতে আসেন। রাসেল সম্পর্কে ভিকটিমের বাবার মামাতো ভাই। ভিকটিমের বাবা ও মা উভয়েই গার্মেন্টসে চাকরি করেন এবং তাদের মেয়ে পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়াশোনা করে।

১০ মার্চ সকাল ৭টায় আশুলিয়ার কাইচ্চাবাড়ী এলাকার একটি ফ্ল্যাটে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত রাসেল। ঘটনার সময় ভিকটিমের বাবা-মা কর্মস্থলে ছিলেন।

মামলা ও তদন্ত

ঘটনার পর শিশুটির বাবা আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৪ ও র‌্যাব-১০ যৌথভাবে তদন্ত শুরু করে।

গ্রেফতার অভিযুক্ত

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, অভিযুক্ত মো. রাসেল কেরানীগঞ্জ এলাকায় আত্মগোপন করেছেন। র‌্যাব-৪, সিপিসি-২ এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

অভিযুক্তের পরিচয়:

নাম: মো. রাসেল

বয়স: ১৯ বছর

ঠিকানা: জেলা ভোলা

প্রশাসনের প্রতিক্রিয়া

র‌্যাবের এক মুখপাত্র জানিয়েছেন, “এ ধরনের ঘৃণ্য অপরাধের আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব। আমরা অপরাধের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”

পরবর্তী পদক্ষেপ

আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে মানবাধিকার সংস্থাগুলো দ্রুত বিচার ও ভিকটিমের মানসিক পুনর্বাসনের ওপর জোর দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025