1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

মধুপুরে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠকের আগমনে সংবর্ধনা

বাবুল রানা, মধুপুর, টাঙ্গাইল
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আত্মপ্রকাশ এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ-এর আগমন উপলক্ষে মধুপুর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

সংবর্ধনার সূচনা
সোমবার (১০ মার্চ) দুপুরে মধুপুরের সীমান্তবর্তী গাঙ্গাইর আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি মধুপুর শাখার নেতৃবৃন্দ এবং সমর্থকরা অলিক মৃ-কে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

মোটরসাইকেল শোভাযাত্রা
“তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ” স্লোগানে মুখরিত প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে গাঙ্গাইর থেকে মধুপুর হয়ে অলিক মৃ-কে তার নিজ এলাকা মমিনপুরে পৌঁছে দেওয়া হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভা
মমিনপুরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অলিক মৃ বক্তব্য দেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা এবং দিকনির্দেশনা তুলে ধরেন।

উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন সেলিম হোসেন, শিবলী সাদিক, মীর সোহেল, সবুজ মিয়া। ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াদ হাসান জীম, সুমন, টিএ নাইম, সিয়াম পিয়াস, মৃদুল, মাজহারুল, আলিফ, বর্ষণ, সিআরএক্স সিয়াম এবং জুলাই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং এনসিপি মধুপুর শাখার কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025