
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস সপ্তাহ-২৫ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্নাট্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র মৎস কর্মকর্তা জনাব মুরাদ হোসেন প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এসময় সহকারী মৎস কর্মকর্তা মোবাশ্বের হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সজিব আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বড়াইগ্রাম দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান, মৎস্যজীবী আনসার আলী ও আজিজুল হক, মৎস্য উদ্যোক্তা আসিফ ইকবাল প্রমুখ । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী, উপজেলা পাট কর্মকর্তা মো. মমিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎসজীবিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সূধীজন।