1. admin@protidinervor.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

নাজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শফিকুল ইসলাম শফিক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

নাজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 

নাজিরপুর, সোমবার: “দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়-ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার (১০ মার্চ) ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন :

 

সকাল ১০টায় নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোয়াইব হোসাইনের নেতৃত্বে মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায় এবং সঠিক পদ্ধতিতে আগুন নেভানো যায়—সে বিষয়ে সরাসরি প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

উপস্থিত বিশিষ্টজনেরা

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ

 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সারসংক্ষেপ:

 

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

 

দুর্যোগকালীন সতর্কতা ও আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয়

 

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন

 

 

সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

 

 

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025