1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:০২ অপরাহ্ন

টাংগাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাগর আহমেদ টাঙ্গাইল
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার সকাল ১১টায় তারা ক্যাম্পাস থেকে মিছিল বের করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

শিক্ষার্থীরা বলেন, “সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে, যা নারীদের জন্য ভয়াবহ নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি করেছে। স্বাধীন দেশে আমরা নিরাপদে বাঁচতে চাই। ধর্ষণের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক।”

 

তাদের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে ধর্ষকরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। তাই সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

 

এসময় শিক্ষার্থীরা “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর”, “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই”, “আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব চাই”—এমন বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025