ঢাকার আশুলিয়া থানায় সংবাদ সংগ্রহের সময় পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় দৈনিক আমার সকাল পত্রিকার সাংবাদিক নাহিদ হাসান হৃদয়।
শুক্রবার (৭ মার্চ) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভুয়া পিয়ন পরিচয় দেওয়া সুমনকে পুলিশ গ্রেফতার করে। পরে, আদালতে নেওয়ার সময় ফুটেজ সংগ্রহ করতে গেলে থানার এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।
সাংবাদিক নাহিদ হাসান হৃদয় জানান, থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সামনেই পুলিশ তাকে ভিডিও করতে বাধা দেয়। একপর্যায়ে তিনি থানার ভেতরেই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরে, বিষয়টি বুঝতে পেরে ওসি কামাল হোসেন নিজ কক্ষে চলে যান। তবে, এ বিষয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যরা বলেন, “ওসি ডাবলু স্যারের বিষয়টি নিয়ে সবাই চিন্তিত। ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো সাংবাদিককে বাধা দিয়ে আমাদের কোনো লাভ নেই। সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করে।”