1. admin@protidinervor.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

সাভারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা, লুটপাটের অভিযোগ

হেলাল শেখ, আশুলিয়া ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

সাভারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা, লুটপাটের অভিযোগ

 

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস (৪৭) মারা গেছেন। রবিবার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয়দের মতে, এটি পরিকল্পিত লুটপাটের ঘটনা। তবে পুলিশ বলছে, তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

 

কী ঘটেছিল? :

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার রাত ৯টার দিকে সাভারের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে সাদা রঙের একটি প্রাইভেটকারে তিনজন অস্ত্রধারী ঢোকে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

 

এ সময় দিলীপ দাস তার দোকান বন্ধ করছিলেন এবং হাতে একটি স্বর্ণের ব্যাগ ছিল। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তারা আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

নিহতের স্ত্রী সরস্বতী দাস বলেন, “ওই ব্যাগে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল। আমার স্বামী বাঁচার জন্য ছুটে বের হলেও কেউ তাকে বাঁচাতে পারেনি।”

 

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু: 

 

আহত অবস্থায় দিলীপ দাসকে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রায়হান দ্য ডেইলি স্টারকে বলেন, “দিলীপের বুক, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

 

এর আগেও হামলার শিকার হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা :

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এটি প্রথমবারের ঘটনা নয়। এর আগেও সাভারে বেশ কয়েকবার স্বর্ণ ব্যবসায়ীদের ওপর হামলা হয়েছে।

 

একজন স্বর্ণ ব্যবসায়ী বলেন, “আমরা আতঙ্কে আছি। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ে না। আমরা কি তাহলে ব্যবসা বন্ধ করে দেব?”

 

পুলিশের বক্তব্য:

 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি লুটপাটের উদ্দেশ্যে পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি।”

 

হামলাকারীরা কারা?:

 

এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

 

তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন।

 

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বলছে, শিগগিরই মামলা হবে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025