1. admin@protidinervor.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি, ককটেল বিস্ফোরণের পর ব্যবসায়ীকে হত্যা

হেলাল শেখ, ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

 

আশুলিয়ায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকানে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দোকান মালিক দিলীপ দাস ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

 

রবিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে ‘দিলীপ স্বর্ণালয়’ নামের দোকানে এ হামলা হয়। নিহত দিলীপ দাস (৫২) গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।

 

কী ঘটেছিল? :

প্রত্যক্ষদর্শী স্বপ্না বেগম বলেন,

“রাতে তারাবির নামাজের সময় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। আমি তখন ঝাড়ু দিচ্ছিলাম। দিলীপ দাস দোকান বন্ধ করছিলেন, পাশে তাঁর স্ত্রী দাঁড়িয়ে ছিলেন।”

ঠিক তখনই চারজন অস্ত্রধারী দোকানের দিকে এগিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ধোঁয়ায় দোকানের সামনে কিছু দেখা যাচ্ছিল না।

“দুর্বৃত্তরা দিলীপ দাসকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং তাঁর স্ত্রীর হাত থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়,” বলেন স্বপ্না।

স্থানীয়রা আহত দিলীপ দাসকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল জানান, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

তদন্ত চলছে :

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটুকু স্বর্ণ বা নগদ টাকা লুট হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন:

“প্রাথমিকভাবে জানা গেছে, ককটেল বিস্ফোরণের পর দোকান মালিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025