রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—রাজউকের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। যদি অনিয়মের প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিজ্ঞতার আলোকে নতুন নেতৃত্ব
রোববার (৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি রাজউকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন। এছাড়া, তিনি দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, আমি রাজউকে নতুন নই। এখানকার চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে জানি। দুর্নীতি ও অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বিধি অনুযায়ী সব কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।
শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয়
রাজউকের দীর্ঘদিনের সমস্যা অনিয়ম, দীর্ঘসূত্রিতা ও জনবল সংকট। নতুন চেয়ারম্যান বলেন, আমাদের জনবল সংকট থাকলেও আমরা একসঙ্গে কাজ করে রাজধানীর উন্নয়ন ত্বরান্বিত করবো। সবার সহযোগিতা থাকলে রাজউককে আরও দক্ষ ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।
তিনি আরও জানান, রাজধানীর পরিকল্পিত উন্নয়নের জন্য রাজউকের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করতে হবে।
নতুন নেতৃত্বে আশার আলো
রাজউকের নতুন চেয়ারম্যানকে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক শুভেচ্ছা জানান। তার নেতৃত্বে রাজউক কীভাবে দুর্নীতি ও অনিয়ম দমন করতে পারে, সেটিই এখন দেখার বিষয়। তবে তার কঠোর বার্তা ইতিমধ্যেই রাজউকের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে।
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে রাজউক কতটা কার্যকরভাবে পরিবর্তন আনতে পারে, সেটাই এখন রাজধানীবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু।