যশোরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রওনক জাহান। রবিবার (৯ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশ লাইন পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন। পরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
রওনক জাহান এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তার কর্মজীবন অত্যন্ত সফল। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে যশোরে বদলি করা হয়।