1. admin@protidinervor.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় প্রেমিকার বিয়ে, কলেজছাত্রের আত্মহত্যা

হেলাল শেখ, আশুলিয়া ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

ঢাকার আশুলিয়ায় এক কলেজছাত্র প্রেমিকার অন্যত্র বিয়ে মেনে নিতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

পুলিশ জানায়, রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ধামসোনা ইউনিয়নের পবনারটেক পাঠাগারের পাশে একটি মুদি দোকান থেকে রিয়াদ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

রিয়াদ ফরিদপুরের ভাঙ্গা থানার মাহফুজ মুন্সীর বড় ছেলে। তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং চন্দ্রা সরকারি কলেজের (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনার পেছনের গল্প :

নিহতের বন্ধু এবং পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রিয়াদ ৬-৭ মাস ধরে স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে ১৫ দিন আগে মেয়েটির পরিবার অন্যত্র বিয়ে দিয়ে দেয়।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন রিয়াদ। তার বন্ধু আলামিন জানান, “ও খুবই হতাশায় ভুগছিল। কয়েকদিন ধরেই কারও সঙ্গে ঠিকমতো কথা বলছিল না।”

কীভাবে ঘটল আত্মহত্যা? :

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে রিয়াদ তার ছোট ভাই রিফাতের সঙ্গে ঘুমাতে যান। রাতের কোনো একসময় রিফাত ঘুমিয়ে পড়লে রিয়াদ ঘর থেকে বেরিয়ে বাবার মুদি দোকানে যান।

সেখানে গামছা পেঁচিয়ে দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন তিনি।

 

পরদিন সকালে দোকান খুলতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ কী বলছে? :

 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন,

“নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে আমরা আত্মহত্যার কারণ অনুসন্ধান করছি।”

 

বাংলাদেশে প্রেমঘটিত আত্মহত্যার প্রবণতা :

 

বাংলাদেশে প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরিবার ও সমাজে পর্যাপ্ত আলোচনা হয় না।

 

মনের কষ্ট বা হতাশা থেকে বেরিয়ে আসার জন্য কাউন্সেলিং কিংবা বন্ধুবান্ধবের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা।

 

 

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025