1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:২০ অপরাহ্ন

টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখলের চেষ্টায় মুচলেকা দিয়ে মুক্তি পেলেন

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ছয়তলা বাড়ি দখলের ঘটনায় মুচলেকার মাধ্যমে মুক্তি পেয়েছেন মারইয়াম মুকাদ্দাস মিস্টি।

 

তিনি ১৭ জন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষকে সেখানে আবাসনের চেষ্টা করেছিলেন। তবে বিষয়টি জানাজানি হলে প্রশাসন অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই বাড়িটি দখলমুক্ত করে।

কী ঘটেছিল? :

শনিবার (৮ মার্চ) রাতে মিস্টিকে মুচলেকা দিতে বাধ্য করা হয়। এতে তিনি স্বীকার করেন,

আইনি অধিকার ছাড়া অন্যের বাড়ি দখল করা ছিল বেআইনি ও ভুল সিদ্ধান্ত।

তার কর্মকাণ্ডে সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

তিনি ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন।

প্রশাসনের পদক্ষেপ :

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের উদ্ধার করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাত্র প্রতিনিধিদের প্রতিক্রিয়া :

এ ঘটনায় বিভিন্ন ছাত্র প্রতিনিধি ফেসবুকে পোস্ট দিয়ে মিস্টির কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্ক নেই বলে বিবৃতি দিয়েছেন। তারা চাঁদাবাজি ও অবৈধ দখলের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

 

বিশ্ব নারী দিবস ও রমজান মাসের কথা বিবেচনায় প্রশাসন তাকে ভুল সংশোধনের সুযোগ দিয়ে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025