1. admin@protidinervor.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

ওয়াপদা ক্রসিংয়ে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ: ডিএমপির নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে যানজট নিরসনে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। আগামী ১২ মার্চ (বুধবার) থেকে এই নিয়ন্ত্রণ কার্যকর হবে।

 

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ও বিকালের পিক আওয়ারে ওয়াপদা ক্রসিংয়ে যানজটের সমস্যা প্রকট হয়। এ পরিস্থিতি সামাল দিতে নতুন ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

নতুন চলাচল নির্দেশনা:

 

# ওয়াপদা ফিডার রোড থেকে মালিবাগ রেলক্রসিংগামী যানবাহন

 

সরাসরি ডানদিকে মোড় নেওয়ার পরিবর্তে বামে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং থেকে ইউটার্ন করে মালিবাগ রেলক্রসিংয়ের দিকে যেতে হবে।

 

# রামপুরা ব্রিজ থেকে ওয়াপদা ফিডার রোডগামী যানবাহন

 

ওয়াপদা ক্রসিংয়ে ডানদিকে (রাইট টার্ন) মোড় নেওয়া যাবে না।

 

আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূরের নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করতে হবে।

 

# ওয়াপদা ক্রসিংয়ের পূর্ব পাশের ফিডার রোড (পোস্ট অফিসের গলি) থেকে ডিআইটি রোড হয়ে উত্তরগামী যানবাহন

 

ওয়াপদা ক্রসিংয়ে ডানদিকে মোড় নেওয়া যাবে না।

 

দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূরের নিকটবর্তী ইউটার্ন নিয়ে রামপুরা ব্রিজের দিকে যেতে হবে।

ডিএমপি জানিয়েছে, যানজট কমানো ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সকল নাগরিক ও যানবাহন চালকদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে :

 

নতুন পরিকল্পনার কার্যকারিতা বিশ্লেষণে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে আরও পরিবর্তন আনা হতে পারে।

 

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025