টাঙ্গাইলের ঘাটাইলে ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ’।
রোববার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এ সময় সংগঠনের নেতা মো. রাকিবুল ইসলাম রাকিব, দেওয়ান সাইফুল ইসলাম, আরিফুর ইসলাম, সুলতান ও সকালসহ অন্যরা বক্তব্য দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।