1. admin@protidinervor.com : admin :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

রাজশাহী মোহনপুরে ৭ দিন পর নিখোঁজ কৃষকের মাথাবিহীন লাশ উদ্ধার

ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রাজশাহীর মোহনপুর উপজেলায় সাত দিন নিখোঁজ থাকার পর এক কৃষকের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সইপাড়া এলাকার তুলশিক্ষেত্র সড়কের একটি বক্সকালভার্টের নিচে ডোবায় মরদেহটি পাওয়া যায়।

নিহত আলতাফ হোসেন (৫২) উপজেলার ধুরইল মন্ডলপাড়ার মৃত কুদ্দুস আলী শাহের ছেলে এবং কৃষি কাজ করতেন। গত ৯ মার্চ তিনি নিখোঁজ হন, এরপর তার পরিবার মোহনপুর থানায় নিখোঁজের জিডি করে এবং হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফের মরদেহ সাড়ে ১১টার দিকে কালভার্টের পাশের ডোবায় পড়ে ছিল। স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার মরদেহের পোশাক দেখে শনাক্ত করে, এবং পরে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আরও কিছু তথ্য সংগ্রহের জন্য কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025