এই প্রেক্ষাপটে, গত শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ সুপ্রিমকোর্টের ১ নম্বর হলে “সার্বভৌমত্বের সুরক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমন্বয়ক মোঃ সাইফুল আলম সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব।
প্রধান আলোচক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সেনা কর্মকর্তা, ছাত্রনেতা এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি।
আলোচনায় বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো জাতীয় ঐক্য। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, ভারতীয় আগ্রাসন এবং প্রক্সি যুদ্ধের পরিকল্পনা জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বক্তারা এ বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং পার্বত্য অঞ্চলে বিশেষ সামরিক অভিযান পরিচালনার প্রস্তাব দেন।
সভায় পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
১. ব্রিটিশ ১৯০০ শাসনবিধি বাতিল: পার্বত্য অঞ্চলে স্বাধীন সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সংস্কৃতি রক্ষায় বিশেষ কমিশন গঠন।
২. ভূমি জরিপ ও পুনর্বাসন: ভূমিহীন পাহাড়ি ও বাঙালিদের জন্য ভূমি জরিপ চালু করে পুনর্বাসনের ব্যবস্থা।
বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।