গত ১৬ মার্চ, রবিবার, এ আয়োজনটি পরিচালনা করেন সংগঠনের খুলনা অঞ্চলের স্বেচ্ছাসেবক মোঃ ছাব্বির হাওলাদার। এতে সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের একত্রিত করে ইতিবাচক উদ্যোগ গ্রহণই তাদের মূল লক্ষ্য।
এই আয়োজনটি খুলনায় দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।