1. admin@protidinervor.com : admin :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রেসক্লাবের হল রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। তিনি প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এই ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়।”

বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার গেলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন।

এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক মাজেদুর রহমান, রফিকুল ইসলাম, মাশরেকুল আলম, আব্দুল আলীম এবং মিজানুর রহমান মিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, মাহবুব হোসেন, আঃ রউফ, সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম এবং গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ আয়োজন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আরও সমন্বয় ও ঐক্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025