রবিবার বিকেলে শ্রীপুর পৌর ৬ নং ওয়ার্ডের কেওয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নঈম উদ্দিন ফকিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. জসিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম রুহুল আমীন। তিনি দলের ঐক্য ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, এবং শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী। এছাড়াও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আব্দুল হান্নান মিয়া এবং অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদল, শ্রমিক দল, কৃষক দল, এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং দলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজন শেষে ইফতারের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
এই আয়োজন শ্রীপুর পৌর এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতে ভূমিকা রাখবে বলে নেতারা আশা প্রকাশ করেন।