1. admin@protidinervor.com : admin :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

ঘাটাইলে ন্যায্যমূল্যে ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু

নাজমুল আদনান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যায্যমূল্যে মাছ, মাংস, দুধ এবং ডিম বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। জনগণ রমজানের সময় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মুরগির ডিম হালি প্রতি ৩২ টাকা, ডজন প্রতি ৯৫ টাকা এবং ৩০টি ডিমের একটি কেইস ২৩০ টাকায় বিক্রি করা হবে।

আগামীকাল থেকে ছাগলের মাংস বিক্রয় শুরু হবে, যার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৫০ টাকা। শীঘ্রই গরুর মাংস বিক্রয় কার্যক্রমও চালু হবে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং রমজানে ন্যায্যমূল্যে এসব পণ্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025