1. admin@protidinervor.com : admin :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

রামপ্রসাদ কর্মকার, কপিলমুনি (খুলনা)
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন উপলক্ষে নতুন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

উপজেলা বিএনপির কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি ডা. আব্দুল মজিদ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। তাদের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা দলের তৃণমূল পর্যায়ের অভিজ্ঞ নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত।

পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজকে। তার সঙ্গে ৫ সদস্যের এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি।

উপজেলা ও পৌরসভা বিএনপির এই নতুন কমিটি সম্মেলনের প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রমকে নতুন গতিতে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে স্থবিরতা থাকা এই অঞ্চলে বিএনপির নতুন নেতৃত্ব তৃণমূল পর্যায়ে কর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করেছে।

নেতাকর্মীরা বিশ্বাস করেন, নতুন নেতৃত্বের এই উদ্যোগ পাইকগাছা অঞ্চলে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025