ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজদের রোষানলে পড়ে হয়রানির শিকার হচ্ছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। শ্রমিকদলের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানববন্ধন করা হচ্ছে।
উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নিলে শ্রমিকদলের একাধিক নেতা হামলার শিকার হন। বিশেষ করে যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ নিপুণ ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে শ্রমিক নেতা শরীফ মিয়ার উপর হামলার অভিযোগ উঠে।
শনিবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডে সেভেন স্টার এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে আহত শ্রমিক নেতা শরীফ মিয়া বলেন,
“আব্দুল্লাহ বিন মনির নিজেকে সড়ক পরিবহন মালিক সমিতির নেতা দাবি করলেও বাস্তবে ভালুকা উপজেলার মালিক সমিতির কোনো কমিটি নেই। তিনি বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছেন।”
শ্রমিক নেতারা অভিযোগ করেন, নিজেদের চাঁদাবাজি চালাতে না পেরে আওয়ামীপন্থী লোকজন দিয়ে শ্রমিকদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন আয়োজন করা হয়েছে।
কাউন্টার ম্যানেজাররা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন,
“এই ষড়যন্ত্র শ্রমিকদলকে দুর্বল করার চেষ্টা।”
শ্রমিক নেতারা আরও জানান, হামলা ও মিথ্যা অভিযোগের ভিডিও প্রমাণ রয়েছে এবং তারা আইনের আশ্রয় নেবেন।
উপজেলা শ্রমিকদলের সভাপতি সোহাগ ভালুকাকে চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দেন। তবে এ উদ্যোগে বাধা সৃষ্টি করছে একটি মহল। শ্রমিকদলের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।