1. admin@protidinervor.com : admin :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

নাটোরে এলজিইডি প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৬ লাখ টাকা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নাটোরের সিংড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এক এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। একইসঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় তল্লাশিকালে তার ব্যবহৃত প্রাইভেটকার থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

অভিযুক্ত মো. ছাবিউল ইসলাম গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী।

প্রকৌশলী ছাবিউল ইসলাম দাবি করেছেন, টাকা জমি বিক্রির বৈধ অর্থ, যা তিনি গাইবান্ধা থেকে রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের গণনায় তার প্রথমে বলা ৩০ লাখ টাকার চেয়ে আরও ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়, যা সন্দেহজনক বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে প্রকৌশলীকে থানায় নেওয়া হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক জানান, পুলিশের নিয়মিত চেকপোস্টে গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি চালানো হয়। গাড়ির ব্যাকডালায় রাখা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের অতিরিক্ত সুপার একরামুল ইসলাম জানিয়েছেন, টাকার উৎস যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025