মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে সংগঠনটি। শনিবার (১৫ মার্চ) বিকেলে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাটে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের নিকটবর্তী জলসীমা থেকে জেলেদের অপহরণ করা হয়েছিল। ভুলবশত তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়।
অধিনায়ক আরও জানান, জেলেদের ফেরত আনার পর প্রাথমিকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, “মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।”
এ ঘটনা প্রসঙ্গে বিজিবি জানিয়েছে, জেলেদের এ ধরনের ভুল থেকে বিরত রাখতে আরও সচেতনতা বাড়ানো হবে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমার নিয়মাবলী মেনে চলার গুরুত্বও প্রশাসনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।
এই ঘটনাটি মিয়ানমারের জলসীমায় জেলে অপহরণের বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তাকে নতুন করে আলোচনায় এনেছে।