বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নারীদের ওপর সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে, তা প্রতিহত করতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীদের ওপর হামলা ‘নতুন বাংলাদেশের’ আদর্শের পরিপন্থী :
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। এটি আমাদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্নের পরিপন্থী। আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী-পুরুষের সমান অধিকার থাকবে, নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের সকল শক্তি দিয়ে এই অধিকার প্রতিষ্ঠা করব।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের মেয়েরা সাহসিকতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজনীতি, অর্থনীতি ও সমাজের নানা পর্যায়ে তারা শত বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে। নারীদের অগ্রযাত্রা রোধের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
নারীদের অংশগ্রহণ বাড়ছে, কিন্তু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে:
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, কয়েকদিন আগেই অনুষ্ঠিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ নারীদের ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশের পরিবর্তিত সমাজব্যবস্থার প্রতিফলন।
তিনি জানান, এ উৎসবে ২৭ লাখ ৪০ হাজার নারী ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন। হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করেছে যে, নারীর অধিকার ও অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশে পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।
তবে তিনি সতর্ক করেন যে, এখনো এমন অনেকে আছেন যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের হেয় করে দেখেন। “নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে, আমাদের প্রত্যেককে নারীর পাশে দাঁড়াতে হবে,” বলেন তিনি।
‘অদম্য নারী’ পুরস্কারে সম্মাননা পেলেন ছয়জন :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে ছয়জন নারীকে ‘অদম্য নারী’ পুরস্কারে সম্মানিত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—
অর্থনীতিতে: শরিফা সুলতানা
শিক্ষা ও চাকরিতে: হালিমা বেগম
সফল জননী: মেরিনা বেসরা
জীবন সংগ্রামে জয়ী: লিপি বেগম
সমাজ উন্নয়নে অসামান্য অবদান: মো. মুহিন (মোহনা)
বিশেষ পুরস্কার: বাংলাদেশ নারী ক্রিকেট দল
নারীর অগ্রগতি নিশ্চিতে একযোগে কাজের আহ্বান:
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যের শেষে বলেন, “নারীর ক্ষমতায়ন কেবল নারীদের বিষয় নয়, এটি পুরো সমাজের অগ্রগতির বিষয়। আমরা যদি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, তাহলে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”