1. admin@protidinervor.com : admin :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

সওজের জায়গায় মৌসুমি ফলের পাইকারি আড়ৎ জমজমাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে মৌসুমি ফলের পাইকারি আড়ৎ গড়ে উঠেছে। প্রায় ২৫ বছর ধরে চলমান এই আড়ৎ থেকে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকার ফল বিক্রি হয়।

গজারিয়া উপজেলার চরবাউশিয়া ফেরিঘাটের অদূরে সওজের জায়গায় টিন ও কাঠের শেড নির্মাণ করে প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যবসায়ী এই আড়ৎ পরিচালনা করছেন। বরিশাল, পঞ্চগড়, ও সিলেট অঞ্চল থেকে নৌ ও সড়ক পথে আনা তরমুজ ও বাঙ্গি পাইকারি দামে বিক্রি করা হয়। এখান থেকে পিকআপ, মাহিন্দ্রাসহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে ক্রেতারা তাদের মোকামে ফল নিয়ে যান।

আড়তদার দ্বীল মিয়া ও সেলিম ফরাজী জানান, তাদের মোকাম থেকে ঢাকা, কাঁচপুর, মদনপুর, আড়াই হাজার, নরসিংদী ও কুমিল্লার হোমনা এলাকায় তরমুজ সরবরাহ করা হয়। চলতি মৌসুমে প্রতি শত তরমুজ আকারভেদে ৭ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম জানান, সওজের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার বিষয়টি তার জানা ছিল না। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সরকারি জায়গা দখল করে এত বড় ব্যবসা পরিচালনা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই কার্যক্রমে প্রশাসনের কোনো নজরদারি নেই, যা ভবিষ্যতে আরও সমস্যা তৈরি করতে পারে।

সরকারি জায়গা ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার ফলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025