জয়পুরহাট শহরে ছাত্রদল নেতা পিয়াল আহম্মেদকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণে রেললাইনের ওপর এই হামলার ঘটনা ঘটে।
আহত পিয়াল আহম্মেদ (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাকে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান জানান, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে এ হামলা হয়। তিনি বলেন, “পিয়ালকে কুপিয়ে জখম করা হয়েছে। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম বলেন, “ছাত্রদল নেতা পিয়ালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। হামলার ঘটনা রেললাইনের পাশে ঘটেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।”
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে এই হামলা হতে পারে। পিয়াল প্রতিদিন রাতে রেলস্টেশন এলাকায় আড্ডা দিতেন। বুধবার রাত ১১টার দিকে আনোয়ার হোসেনসহ কয়েকজন সেখানে এসে পিয়ালকে হামলার শিকার করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত পিয়ালকে উদ্ধার করে রাত ১২টার দিকে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় আনোয়ার হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার কাজ করছে। দ্রুত মামলা দায়ের এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।