1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

জয়পুরহাটে ভিটামিন-এ খাবে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশু

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল,জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

৬-১১ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ অভাব জনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নিজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ এক কর্মশালায় এ তথ্য জানান জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ আল মামুন।

এসময় জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতি রায় ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ জয়পুরহাট জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩৬ হাজার ২১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৭৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ১৪০ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে ক্যাম্পেইন থেকে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরের তৈরীর সুষম খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025