বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোংলা থানার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বরগুনা জেলার একটি বাজার থেকে অভিযুক্ত মালেক ফকিরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বরাত দিয়ে সংবাদে বলা হয়, গত রোববার মোংলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শিশুটি বাড়ির সামনে খেলার সময় মালেক তাকে চকলেটের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মালেক পালিয়ে যায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
ওসি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি এবং অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই আইনের অধীনে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের কঠোর শাস্তি হতে পারে।