রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকালে ঘাসিগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মালেক। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপস্থিত ছিলেন পবা উপজেলার নওহাটা বিএনপির সভাপতি রফিক, অধ্যাপক খুশবুর রহমান, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রয়াত বিএনপির নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন হুজুর রফিকুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় ঐক্যের বার্তা দেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থনের দৃঢ়তা প্রকাশ করেন।