1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

ঘাটাইলে বিশ্ব কিডনি দিবস উদযাপন

নাজমুল আদনান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আপনার কিডনি সুস্থ আছে কি, কিডনি সুরক্ষায় অঙ্কুরেই সনাক্ত করুন“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের ঘাটাইল শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

আয়োজনের মূল কার্যক্রম

কিডনি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিটি ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের সামনে সমাবেশের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।

সভাপতিত্ব ও অংশগ্রহণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের অধ্যাপক ডাঃ এম এ সামাদ।
র‍্যালি ও সমাবেশে অংশ নেন:

  • ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের মেডিক্যাল অফিসার
  • প্রশাসনিক কর্মকর্তারা
  • স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা

বিশেষ উদ্যোগ

র‍্যালি শেষে পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টি-শার্ট বিতরণ করা হয়।

গুরুত্ব

এ ধরনের উদ্যোগ কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এবং প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে ভূমিকা রাখছে বলে আয়োজকরা জানান।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025