রাজধানীর মোহাম্মদপুরের প্রাইম জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মী। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন ভাঙচুর এবং ছিনতাই করা হয়েছে।
মৃত রোগীর স্বজন হুমায়ুন আহমেদ জানান, ‘গতকাল রাত ১০টায় সামান্য হাতের ইনজুরির জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার সময় রাত ৪টায় হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সংবাদ জানায়। তবে চিকিৎসকের ফোন বন্ধ পাওয়ায় সঠিক তথ্য পাওয়া যায়নি।’
পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ ব্যাখ্যা না করে সমঝোতার চেষ্টা করে। বিষয়টি নিয়ে কোনো সঠিক তথ্য দিতে অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা তথ্য সংগ্রহে হাসপাতালে গেলে তাদের বাধা দেওয়া হয়। মৃতদেহ এম্বুলেন্সে তোলার সময় ছবি তুলতে গেলে ১০-১২ জন ব্যক্তি তাদের উপর হামলা চালায়।
আহত সাংবাদিকদের মধ্যে আছেন-
মিছবাহ উদ্দিন জানান, ‘হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ভিতরে যেতে দেয়নি। ছবি তুলতে গেলে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে হামলার ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা ন্যায়বিচার চাই।’
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, ‘এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর সাংবাদিকদের একটি সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর হুমকি বলে তারা মন্তব্য করেছেন।
উল্লেখ্য, হাসপাতালের সিসিটিভি ফুটেজে হামলার প্রমাণ থাকতে পারে, যা তদন্তে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।