ঢাকার আশুলিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। মাই টিভির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান ও দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম অনিককে শুক্রবার (৭ মার্চ) দুপুরে পাবনারটেক এলাকায় একটি ঝুটের গোডাউনের অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের সময় বাধা ও হেনস্তার শিকার হতে হয়।
পুলিশের তদন্ত চলমান:
এই ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন যে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের অভিযোগ :
হেনস্তার শিকার সাংবাদিক জাহিদুল ইসলাম অনিক জানান, সংবাদ সংগ্রহ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। কিন্তু ঝুটের গোডাউন সংশ্লিষ্টরা তাদের কাজে বাধা দেন এবং এক পর্যায়ে শারীরিকভাবে হেনস্তা করেন। তিনি এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি হিসেবে দেখছেন।
সাংবাদিক সমাজে উদ্বেগ :
ঘটনার পর সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।