1. admin@protidinervor.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

রংপুরে ধারাবাহিক কবরস্থান পরিষ্কার অভিযানে প্রশংসিত ‘বাংলার চোখ’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রংপুর নগরীর বিভিন্ন কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলো পর্যন্ত তাদের এই উদ্যোগের প্রশংসা করছেন। গত আগস্টে নূরপুর বড় কবরস্থান থেকে শুরু হয়েছিল সংগঠনটির এই উদ্যোগ। এরপর একে একে রংপুর শহরের ধাপ, চেনারপাড়া, লালকুঠি, শাপলা চত্বর ও শালবন এলাকার কবরস্থানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তারা। কবরস্থানের আগাছা, ময়লা-আবর্জনা ও কীটপতঙ্গনাশক ছিটানোর মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলেছে সংগঠনটি।
‘বাংলার চোখ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী তানবীর হোসেন আশরাফী বলেন, “কবরস্থান শুধু মৃতদের নয়, জীবিতদেরও আত্মিক সম্পর্কের জায়গা। একে পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের লক্ষ্য—রংপুরের প্রতিটি কবরস্থানকে পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে রূপান্তরিত করা।”
স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম বলেন, “আগে কবরস্থানগুলোতে হাঁটা দুষ্কর ছিল। এখন অনেক পরিচ্ছন্ন লাগছে। ‘বাংলার চোখ’-এর এই কাজ সত্যিই প্রশংসনীয়।”
কবরস্থান পরিষ্কার কর্মসূচি ছাড়াও ‘বাংলার চোখ’ শীতবস্ত্র বিতরণ, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
চলমান এই উদ্যোগে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অনেকেই বলছেন, সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ রংপুরের অন্যান্য সংগঠনগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025