রাজশাহীর দুর্গাপুর উপজেলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস ডিলার নিয়োগ করায় তিনি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
গত ১০ মার্চ ২০২৫, সোমবার, দুপুরে উপজেলা পরিষদের মিনি হল রুমে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর উপজেলা চত্বরে শত শত মানুষের উপস্থিতিতে লটারিতে নির্বাচিত ডিলারদের নাম ঘোষণা করা হয়।
লটারির এই স্বচ্ছ প্রক্রিয়ায় আবেদনকারীরা যেমন সন্তুষ্টি প্রকাশ করেছেন, তেমনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরাও ইউএনওর উদ্যোগের প্রশংসা করেছেন।
এক আবেদনকারী জানান, “আমরা ভেবেছিলাম হয়তো প্রভাব খাটানো হবে। কিন্তু ইউএনও ম্যাডামের উদ্যোগে পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়।”
নওপাড়া ইউনিয়নের সদ্য নির্বাচিত ডিলার রহিদুল ইসলাম বলেন, “ডিলার নিয়োগে শতভাগ যোগ্যতার ভিত্তিতে নির্বাচন হয়েছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ আমাদের সন্তুষ্ট করেছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য ছিল। এজন্য সবার সামনে লটারি করে ডিলার নির্বাচন করেছি, যাতে কোনো ধরনের অনিয়ম না থাকে।”
দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির জন্য মোট ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগ করার কথা থাকলেও, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১২টি পয়েন্টে ডিলার নির্বাচন করা হয়েছে। দুইটি পয়েন্টে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
নির্বাচিত ডিলারদের তালিকা:
দুর্গাপুর উপজেলার বাসিন্দারা ইউএনওর এই উদ্যোগকে দৃষ্টান্তমূলক বলে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছতা বজায় রাখবে।
উপসংহার
দুর্গাপুরের এই উদ্যোগ প্রশাসনিক স্বচ্ছতার একটি মডেল হিসেবে উল্লেখযোগ্য। লটারি প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন ইউএনও সাবরিনা শারমিন।