নাটোরে নগদ অর্থ লেনদেনকে কেন্দ্র করে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সদর উপজেলার কেশবপুর বটতলা গ্রামে এক সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী রবিন বলেন, প্রায় পাঁচ মাস আগে বিবাদী মির্জাপুর দিয়ার গ্রামের বাসিন্দা সেন্টু আলী ট্রাক্টরের একটি বডি জামানত রেখে তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নেন। পরে আরও ৫০ হাজার টাকা নেয়ার সময় প্রতিশ্রুতি দেন যে, দেনা শোধ করতে না পারলে ট্রাক্টরটি রবিনের নামে দিয়ে দিবে। তবে এর পর দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও গত ২৪ সেপ্টেম্বর দুপুরে সেন্টুসহ অজ্ঞাত ৫/৬ জন রবিনের বাড়িতে গিয়ে জোরপূর্বক সেই ট্রাক্টরের বডিটি নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী সজিব ও স্বপনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর আসামীরা প্রতিনিয়ত তাকে হুমকি ধামকি দিচ্ছে। দ্রুত সময়ের ভেতর তার ট্রাক্টর কিংবা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবিনের পরিবারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।