1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

জয়পুরহাটে অনুমোদনহীন ইটভাটা উচ্ছেদ ও জরিমানা

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট জেলা
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জয়পুরহাটে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রবিহীন অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় এবং দুইটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসীপাড়া ও নারায়ণপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের ফলাফল

  • মেসার্স এসবিএ ব্রিকস: পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এই ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হয় এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।
  • মেসার্স এসএবি ব্রিকস: একই কারণে এ ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ ভাটার মালিকরা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

প্রশাসনের বক্তব্য
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন,

“পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। হাইকোর্টের নির্দেশনার আলোকে পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অংশগ্রহণকারীরা
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিসের সাব-অফিসার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উল্লেখযোগ্য তথ্য
অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তবে ইটভাটা মালিকদের আইনি অনুমোদন নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025