রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিল ৪নং মৌগাছি ইউনিয়ন বিএনপি।
আয়োজনের নেতৃত্ব ও পরিচালনা
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে এ আলম সিদ্দিকী মুকুল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইউনুস আলী এবং সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শামসুজোহা শাহিন আক্তার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলা উদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি। একইসঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের এবং সাম্প্রতিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করছি। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বাস করতে পারবে।”
তারা আরও অভিযোগ করেন,
“দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার বিএনপির ওপর নিপীড়ন চালিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের মানুষের সকল চাহিদা পূরণ হবে।”
ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত
ইফতারের আগে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গলার্থে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।