ইটভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জেলা শাখা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের উপস্থিতি ও বক্তব্য
বিক্ষোভে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান, সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, এবং ভাটা মালিক জাহিদ ইকবাল।
বক্তারা বলেন,
“ইটভাটাগুলোর জন্য কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন খাতে প্রতিবছর রাজস্ব প্রদান করা হয়। এছাড়া ভাটা পরিচালনার জন্য ব্যাংক ঋণ নেওয়া হয়েছে এবং শ্রমিকদের অগ্রিম টাকা প্রদান করা হয়েছে। এই অবস্থায় ইটভাটা বন্ধ করা হলে মালিক ও শ্রমিক উভয়েই বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বেন।”
স্মারকলিপি প্রদান
বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর মাধ্যমে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইটভাটাগুলোর প্রতি প্রশাসনের অব্যাহত অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়।