1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

পিলজংগ ইউনিয়নে জামায়াত ইসলামের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুল্লাহ সরদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিলজংগ ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও কর্মী টিএস প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় পিলজংগ হাই স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও তিনি বাগেরহাট-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। বক্তব্যে তিনি সমাজ উন্নয়ন এবং ইসলামি মূল্যবোধ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা ও বিশেষ অতিথিরা
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা শাখার আমীর মাওলানা এ বি এম তৈয়াবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল আলা মাসুম (সেক্রেটারি, ফকিরহাট উপজেলা শাখা), মাওলানা আব্দুর রহিম (সেক্রেটারি, পিলজংগ ইউনিয়ন শাখা), এবং শেখ জাহাঙ্গীর হোসেন (সভাপতি, সমাজকল্যাণ পরিষদ, ফকিরহাট থানা শাখা)।

দোয়া ও মোনাজাত
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ নাজমুল ইসলাম, আমীর, পিলজংগ ইউনিয়ন শাখা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি দেশ, জাতি, এবং জনগণের মঙ্গল কামনা করেন।

উপস্থিতি
পিলজংগ ইউনিয়নের সাধারণ জনগণ থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখযোগ্য তথ্য
জামায়াতে ইসলামীর এ ধরনের ইফতার মাহফিল ও কর্মী প্রোগ্রাম সমাজে ঐক্য ও ধর্মীয় মূল্যবোধকে প্রজ্বলিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025