1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন আরএমপির পুলিশ কমিশনার

ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আজ ৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৩টায় এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে সহকারী পুলিশ কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত ইন্সপেক্টর মো. ফারুক হোসেনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনারের অভিনন্দন

পদোন্নতি প্রাপ্ত মো. ফারুক হোসেনকে র‌্যাংক ব্যাজ পরানোর পর পুলিশ কমিশনার তাকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি ফারুক হোসেনের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য ও পেশাগত দায়িত্বে দক্ষতার জন্য শুভকামনা জানান।

বিশেষ অতিথির উপস্থিতি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম।

সংক্ষিপ্ত আয়োজন

পদোন্নতি উপলক্ষে আয়োজিত এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আরএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার পেশাগত জীবনে নতুন দায়িত্ব পালনের প্রতি অনুপ্রেরণা জোগান এবং তার সফলতার জন্য শুভ কামনা করেন।

এ ধরনের পদোন্নতি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব আরও বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন পুলিশ কমিশনার।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025