বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৯ মার্চ) বিকেল ৫টায় জামায়াতের মোহনপুর কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জামায়াতের মোহনপুর শাখার আমীর সহকারী অধ্যাপক জিএম আঃ আওয়াল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা নায়েবে আমীর হাসান আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সেক্রেটারি গোলাম মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা তার বক্তব্যে বলেন, “সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সঠিক ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জাতিকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমরা জামায়াতে ইসলামী সবসময় সাংবাদিকদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন:
সাংবাদিক ও নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের পর ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়ন ও সত্য প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।