তালতলী, বরগুনা: নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে তালতলী সরকারি কলেজের সামনে মানববন্ধন করেছে তালতলী উপজেলা ও কলেজ ছাত্রদল। তারা মাগুরায় শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. সুমন কারী ও বশির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য তারেক গাজী ও রাকিব, উপজেলা ছাত্রনেতা মিজানুর রহমান এবং সরকারি কলেজ ছাত্রনেতা শাহরিয়ার নাফিস।
সরকারের ব্যর্থতার অভিযোগ :
বক্তারা অভিযোগ করেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় মাগুরাসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। অপরাধীদের বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকার ৭ মাস পার করলেও পরিস্থিতির উন্নতি হয়নি, যার দায় সরকারকেই নিতে হবে।”
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ :
নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইন হেনস্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তালতলীর এই কর্মসূচিও সেই আহ্বানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
প্রশাসনের প্রতি আহ্বান :
মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রদল নেতারা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেন।